বরুণের কাণ্ডে রেগে গিয়েছিলেন সিদ্ধার্থ!
<![CDATA[
বলিউডের অন্যতম মিষ্টি যুগল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আর কয়েক দিন পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ তারকা জুটি। কিন্তু আপনি কি জানেন? একবার কিয়ারার ওপর বেশ চটেছিলেন সিদ্ধার্থ। তাদের ঝগড়ার মূলে ছিলেন বলিউডেরই আরেক সুপারস্টার বরুণ ধাওয়ান।
সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠদের মতে, তাদরে দুজনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতিও তারা বেশ শ্রদ্ধাশীল। তবে একবার এই কাজ নিয়েই ঝামেলা তৈরি হয়েছিল তাদের মধ্যে।
ভারতীয় সংবাদ আনন্দবাজারের বরাত অনুযায়ী, একবার এক পত্রিকার শুটিং সেটে কাজ করছিলেন কিয়ারা। সেই শুটিং স্পটে তার সহ-অভিনেতা ছিল বরুণ। ক্যামেরায় দৃশ্যধারণের জন্য পরিচালক অ্যাকশন বলার আগেই ঘটে বিপত্তি।
এ বিপত্তি অবশ্য ঘটায় বরুণ নিজেই। কারণ পরিচালক অ্যাকশন বলার আগে কিয়ারার গালে চুমু দেন অভিনেতা বরুণ। এ ঘটনা খানিকটা মজার ছলে হলেও সিদ্ধার্থ তা মোটেও ভালোভাবে নেননি।
আরও পড়ুন: আবারও সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক অভিনেত্রীর!
অপ্রয়োজনে শুটিংয়ের বাইরে এমনটা মোটেও পছন্দ নয় সিদ্ধার্থের। বিষয়টি নিয়ে কিয়ারার সঙ্গে ঝগড়াও হয় সিদ্ধার্থের। বোঝাপড়া বেশ ভালো হওয়ায় সে ঝড় তাদের সম্পর্কে কোনো সমস্যা তৈরি করেনি। বরং তা নিয়ে গেছে একেবারে বিয়ের মঞ্চে।
বর্তমানে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সিড-কিয়ারা। বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তাদের প্রথম দেখা হয় ২০১৮ সালে, ‘লাস্ট স্টোরি’ ছবির সেটে। সেই থেকে ভালো লাগা শুরু। এরপর ‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়।
]]>