বলিউডের ভালোবাসার বৃষ্টিতে ভিজল মেসি
<![CDATA[
রোববার কাতার বিশ্বকাপ মাঠে খেলার জাদু দেখান মেসি। তার হাত ধরেই আর্জেন্টিনা পেয়েছে ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ। তার সে অসাধারণ খেলা দেখে গ্যালারির দর্শকসহ সারাবিশ্বের মানুষ সুখের সাগরে ভেসেছে, তেমনি ভেসেছে বলিউড তারকারাও।
বিশ্বকাপ ফাইনালের ওই দিন এক মুহূর্ত দম ফেলার ফুরসত ছিল না মেসির। মেসি ভক্তরাও এদিন উদগ্রীব ছিল প্রিয় নায়কের স্বপ্নপূরণের জন্য। অনেক অপেক্ষার পর যখন সেই মুহূর্ত এসে ধরা দিল তখন অনেক মানুষের চোখই ভরে গিয়েছিল আনন্দঅশ্রুতে।
আরও পড়ুন: বিশ্বকাপের রাতেই ভারতের ‘বিশ্বজয়’
এসময় বলিউড স্টাররাও নিজেদের শান্ত রাখতে পারেনি। ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে মেসির এমন আনন্দঘন মুহূর্ততে তারাও শুরু করে জয়ের টু্ইটবার্তা।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, মেসির জয়ে রণবীর সিং টুইটারে লিখেন, ‘এটা আমি কী দেখলাম এইমাত্র! ঐতিহাসিক, আইকনিক! পুরো জাদু।’
রীতেশ দেশমুখ লিখেন, ‘G.O.A.T game ever #FIFAWorldCup।’ (সর্বকালের সেরা ম্যাচ। #ফিফা ওয়ার্ল্ডকাপ)।
বলিউডের বাদশা শাহরুখ খান টুইটারে লিখেন, ‘আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকার সুযোগ পেলাম। আমার মনে আছে মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম… এখন এই একই উত্তেজনা বাচ্চাদের সঙ্গেও। ধন্যবাদ মেসি আমাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য প্রতিভা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে!’
অনিল কাপুরের একটা পোস্টে লিখেন ‘মেসিইইই মেসি’। আরেক পোস্টে, ‘কী দারুণ ফাইনাল!’
অর্জুন রামপাল লিখেন, ‘ইয়েসসসসসসসসসসসস! হোয়াট আ ফাইনাল। কী দারুণ বিশ্বকাপ ফাইনাল! আর্জেন্তিনা আর মেসিকে শুভেচ্ছা, কাতারকেও অনেক ধন্যবাদ।’
অনুপম খের লিখেন, ‘কেয়া ফাড়ু (অসাধারণ) ম্যাচ থা! ভাষার জন্য দুঃখিত! কিন্তু অন্য কোন শব্দ মানানসই নয়। #মেসির জবাব নেই। আমি মুগ্ধ। এই ম্যাচে মনে হচ্ছিল সব কিছুই হতে পারে!! কী দারুণ!’
এদিকে খেলা শুরুর আগেই অর্জুন কাপুর লিখেছিলেন, “তোমার জন্যই প্রার্থনা মেসি। আর কারও জন্য নয়, বিশ্বকাপ তোমারই প্রাপ্য।”
আরও পড়ুন: শাহরুখের নায়িকা হয়ে ধরা দিলেন নুসরাত!
এবারের ফুটবল খেলার ফাইনালে আর্জেন্টিনা প্রথমে গোল দিতে শুরু করলেও শেষের দিকে সব গোলের জবাব দিতে সমর্থ হয় এম বাপের ফ্রান্স দল। ৩-৩ স্কোর থাকার পর যখন ট্রাইবেকার শুরু হয়, তখন শেষ হাসি হাসতে পারে আর্জেন্টিনারাই। এ যেন ১৯৮৬ সালের পর শাপমোচনের স্বস্তির হাসি। লুসাইল স্টেডিয়াম থেকে সে হাসি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
]]>




