বলিউডে মুক্তি পেল যশের ‘ইয়ারিয়া টু’র টিজার
<![CDATA[
অবশেষে অনেক প্রতীক্ষার পর টালিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত অভিনীত বলিউডের ছবির টিজার মুক্তি পেয়েছে। নতুন এ সিনেমাটির নাম ‘ইয়ারিয়া টু’। যেখানে বলিউডের জনপ্রিয় দিব্যা খোসলা কুমারের বিপরীতে দেখা যাবে বাংলার এই সুপারস্টারকে।
অ্যানিমেশনে তৈরি এ ছবির টিজারে স্পষ্ট করেই প্রকাশ পেয়েছে যশের নাম। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমাটিতে দিব্যা আর যশের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি। লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরীকেও দেখা যাবে এ ছবির পর্দার ফ্রেম ভাগ করে নিতে।
বিনয় সাপ্রু ও রাধিকা রাওয়ের যৌথ পরিচালনায় নির্মিত একটি রোমান্টিক ছবি। তাই‘ইয়ারিয়া’ ছবির মতো এই ছবিও ভক্তদের মন জয় করতে পারবে বলে মনে করছে ছবিটির অভিনয়শিল্পী আর কলাকুশলীরা।
আরও পড়ুন: অপুর পর এবার উর্বশীর সিঁথিতে সিদুঁর!
টিজারে প্রকাশিত অ্যানিমেশন থেকে বোঝা যাচ্ছে, এ ছবিটিতে তুলে ধরা হবে নানা শহরের গল্প। টিজারের মিউজিক ইঙ্গিত দিচ্ছে গতবারের মতো এবারের ছবির গানগুলোও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।
উল্লেখ্য, যশ দাশগুপ্ত টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাতের স্বামী। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। অভিনয়ের পাশাপাশি এর তারকা দম্পতি রাজনীতিতেও শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।
এমন পরিস্থিতিতে বলিউড যাত্রা আর ‘ইয়ারিয়া টু’র মতো একটি ভালোমানের ছবিতে ব্রেক পাওয়া যশের ক্যারিয়ার জীবনে হতে চলেছে একটি টার্নিং পয়েন্ট। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১২ মে ছবিটি মুক্তি পাবে।
সূত্র: সংবাদ প্রতিদিন
]]>