Feni (ফেনী)জাতীয়নোয়াখালীসর্বশেষ
বসুরহাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও বাজেট অধিবেশন সম্পন্ন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয় পুরস্কার প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উক্ত সভায় বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নূর হোসেন ফরহাদের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম।
বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সভাপতি বেলাল হোসেন বেলাল, সাবেক সেক্রেটারী আবদুল মতিন লিটন, সমিতির অর্থ পরিচালক জামাল উদ্দিন মাসুদ, মোঃ ইউনুস প্রমূখ। অধিবেশন শেষে সমিতির সদস্যদের মাঝে র্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণ করা হয়।