ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি বাস।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
LearnNews24 কে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
খুবই দুঃখজনক ব্যাপার
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।