ফেনীতে ২ হাজার পিস ইয়াবাসহ মো. সবুজ মিয়া (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থান নেয় র্যাব-৭ এর সদস্যরা। এসময় মহাসড়কের ঢাকামুখি লেইনের হীরা কনফেকশনারি সামনে দিয়ে সবুজ নামের ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেস্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা ২ হাজারপিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত সবুজ মিয়া মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্ডা গ্রামের বাবুল সর্দারের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত সবুজ দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে স্বীকার করেছে। আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
২ Comments