খেলা

বাংলাদেশকে ৫০ কোটি ডলার দিচ্ছে এডিবি

<![CDATA[

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে। এর সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ হবে এবং ৩ বছরের রেয়াতকালসহ ১৫ বছরের মধ্যে বাংলাদেশকে এ অর্থ পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাত শেষে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সাংবাদিকদের এ কথা জানান।

এসময় এম এ মান্নান বলেন, আমরা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো ৩ ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যেকোনো সময় পেতে পারি। বর্তমানে আলোচনা হচ্ছে। কিছু শর্ত তো থাকবেই। যেমন-টাকা ধার নিলে তো কবে পরিশোধ করা হবে সেটিও তো একটি শর্ত।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সুখবর

অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেয়া হবে উল্লেখ করে এডিমন গিন্টিং বলেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা থেকে আসা বেশকিছু চ্যালেঞ্জ দেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব ফেলেছে। তবে আমি মনে করি, বাংলাদেশ এ পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে পারছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!