বাংলাদেশ

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার দলে নিলো ঢাকা

<![CDATA[

বিপিএলের নবম আসর মাঠে গড়ানোর আগে আরও এক বিদেশি ক্রিকেটার দলে ভেড়াল ঢাকা ডমিনেটরস। ইংল্যান্ডের ক্রিকেটার রবিন দাস খেলবেন চামিন্দা ভাসের অধীন থাকা দলটিতে। ২০ বছর বয়সী রবিন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ।

রবিনের বিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে তার দল ঢাকা ডমিনেটরস। ঢাকার দলে তিনি ছাড়াও আছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ, চামিকা করুনারত্নের মতো বিদেশিরা।

 

২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্স ঈগলসের হয়ে অভিষেক হয় তার। টুর্নামেটে একটিই ম্যাচ খেলেছেন তিনি। তার আগে আগস্টে রয়্যাল লন্ডন কাপে লিস্ট-এ অভিষেক ঘটে তার। এই টুর্নামেটের প্রতিটি ম্যাচই খেলছেন তিনি। ২০১৮ সালের জুলাইয়ে একটি অনূর্ধ্ব ১৬ ম্যাচে অপরাজিত দ্বিশতক হাঁকিয়ে সাড়া জাগান এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ।

আরও পড়ুন:আমি খেলোয়াড় হলে বিপিএল না খেলে আইপিএলে যেতাম: সুজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম অংশ নিচ্ছেন তিনি। বিপিএলের এবারের আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার (৬ জানুয়ারি)। উদ্বোধনী দিনে থাকছে দুটি ম্যাচ। দুপুর সোয়া ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট সিক্সার্সের। দিনের পরবর্তী ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ৭ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে খুলনার মুখোমুখি হবে ঢাকা। 

ঢাকা ডমিনেটর্সের খেলোয়াড় তালিকা:

সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।  

ড্রাফট থেকে দেশি খেলোয়াড়: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড়:  শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান গানি (আফগানিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), সালমান এরশাদ (পাকিস্তান)।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!