বাংলাদেশ

বাংলাদেশের কোচ হতে পুরনো দলের দায়িত্ব ছাড়লেন হাথরুসিংহে!

<![CDATA[

বাংলাদেশের প্রধান কোচ হওয়ার দৌড়ে থাকা শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথরুসিংহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক অজি অলরাউন্ডার ক্যামেরন হোয়াইট।

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকে খালি পড়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদটি। সাকিব-তামিমদের পরবর্তী কোচ হিসেবে এরপর থেকেই আলোচনায় ছিল অতীতে এক দফায় বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করে যাওয়া হাথরুসিংহে।

 

২০১৪-২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর হয়েছিলেন শ্রীলঙ্কার কোচও। এরপর ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ান দলটিতে ফিরে যান তিনি। এবার দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা তার সামনে।

আরও পড়ুন:ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগারদের কোচ: পাপন

নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গারের কথায় পাওয়া যাচ্ছে হাথরুর বাংলাদেশ অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার শুরুর ইঙ্গিত। তিনি বলেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তার আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’  

তবে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর আসে বাংলাদেশের কোচ হয়ে আসছেন না এই শ্রীলঙ্কান। নতুন করে অনিশ্চয়তা শুরু হয় কোচ নিয়োগ নিয়ে। এমন ধোয়াশাপূর্ণ পরিবেশেই দিন কয়েক আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, , ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই কোচ পাবেন সাকিবরা।

আরও পড়ুন:টাইগারদের কোচ নিয়োগ কবে, জানাল বিসিবি

একই কথার প্রতিধ্বনি পাওয়া যায় সোমবার (৩০ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠেও। সিলেটে বিপিএলের খেলা দেখতে গিয়ে কোচ নিয়োগের সবশেষ খবর জানান দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ কর্তাব্যক্তি। তিনিও নিশ্চিত করেন যে, ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগেই টাইগারদের কোচ নিয়োগ দেওয়া হবে। এ সময় তিনি উড়িয়ে দেন হাথরুসিংহেকে নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। বরং সংক্ষিপ্ত তালিকায় যাদের নাম শোনা গেছে, তাদের মধ্য থেকেই কোচ নিয়োগের নিশ্চয়তাও দেন।

পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলব না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাব ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে, এর মধ্যেই পেয়ে যাব।’

তিনি যোগ করেন, ‘আমরা যে ধরণের কোচ খুঁজছি, ফুল টাইম ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন‌্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুই শ দিন। কেউ হয়তো এক শ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা আবার হাথুরুসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে ওর সম্ভাবনা বেশি।’

গতকাল বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর আজ হাথরুসিংহের নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছেড়ে দেওয়ায় দুইয়ে দুইয়ে চার মেলানোই যায় এখন। বাংলাদেশের প্রধান কোচের পদে হয়ত দ্বিতীয় মেয়াদে এই শ্রীলঙ্কানকেই দেখা যাবে। অনিশ্চয়তা বলতে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাই বাকি! 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!