বিনোদন

বাংলাদেশের দরকার ৬, ভারতের ১০০

<![CDATA[

তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশ স্পিনারদের দাপটে জমে উঠেছে ঢাকা টেস্ট। জয়ের জন্য ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৫ রানে দিন শেষ করেছে ভারত। এর আগে লিটন-জাকিরের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে ২৩১ রান তোলে বাংলাদেশ। চতুর্থ দিনে এখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট, আর ভারতের ১০০ রান।

শনিবার (২৪ ডিসেম্বর) শেষ গোধূলিতে কতটা উজ্জীবিত ছিল বাংলাদেশ। ভারতের নিশ্চিত জিততে থাকা টেস্টটায় যে এখন চোখ রাঙাচ্ছে পরাজয়ের শঙ্কা। তবে কি উইকেট বুঝতে ভুলই করে বসলেন কোহলিরা।

বাংলাদেশের শরীরি ভাষা বদলে দেন মূলত সুপার সাকিব। ১৪৫ রানের টার্গেটে যে স্বাভাবিকভাবে জেতা যাবে না ভারতের সঙ্গে, তা ভালোই বুঝতে পেরেছিলেন কাপ্তান। তাই তো প্রথম বল থেকেই ছিলেন আগ্রাসী।

ক্যাপ্টেনের মেজাজমর্জি ভালোই বুঝেন তার সতীর্থরা। তাই তো ছটফটে সোহান একটু স্থির। ফল, রাহুলের ক্যাচটা আটকে গেল উইকেট কিপারের গ্লাভসে।

অন্যপাশে তাইজুলও ভালো বল করছিলেন, কিন্তু সাকিবের চাওয়া ছিল উইকেট। তাই তো ডাক পড়ে মিরাজের। অধিনায়ককে হতাশ করেননি অফ স্পিনার। পুজারা আর শুভমান গিলকে বোকা বানান ছোট্ট টার্নে। যদিও দুই ক্ষেত্রেই ধন্যবাদ পাবেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে তার মুন্সিয়ানাই ফিরিয়েছে দুজনকে। আর কোহলিতো মুমিনুলের শিকার।

আরও পড়ুন: দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতবধের স্বপ্ন দেখছে বাংলাদেশ

যদিও দিনের শুরুতে এতটা ছন্দময় ছিল না টিম বাংলাদেশ। খেলা শুরুর মিনিট দশেকের মধ্যেই ফিরে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এক ইনিংস পরই মুমিনুল তার আগের রূপে। ধৈর্য্য হারিয়ে ক্যাচ দেন রিশভ পন্তকে।

এদিন আর লিটনকে প্রমোট না করে নেমেছিলেন সাকিব। কিন্তু যেভাবে আউট হন, তাতে তার টেস্ট ব্যাটিং নিয়ে কেউ প্রশ্ন তুললে উত্তর দেয়ার জায়গা নেই ক্যাপ্টেনের।

মুশফিক ধারাবাহিক ব্যর্থতায়। ওয়ানডের পর টেস্ট সিরিজটাও কাটালেন ভুলে যাবার মতো। মিরাজও সাদা পোশাকে বর্ণহীন।

বাংলাদেশের ব্যাটিং বলতে লিটনের সঙ্গে সোহান আর তাসকিনের দুটো অসাধারণ জুটি। সোহান খেলেছেন একশোর বেশি স্ট্রাইক রেটে। আর তাসকিন ধীরস্থির।

আরও পড়ুন: আউট হয়ে মেজাজ হারিয়ে যা করলেন কোহলি (ভিডিও)

সুযোগে লিটন তুলে নেন ফিফটি। যদিও কোহলির অবদান তাতে অনস্বীকার্য। তিনটা ক্যাচ স্লিপেই ফেলেছেন এ ভারতীয়।

দিন শেষে অবশ্য আবারও ব্যাটিং ব্যর্থতা ঢাকা পড়েছে বোলারদের নৈপূণ্যে। এখন অপেক্ষা, একটা ম্যাজিকের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!