আন্তর্জাতিকআন্তর্জাতিক সময়
Trending
বাংলাদেশের বন্যা নিয়ে ভারতীয় গণমাধ্যমের কটাক্ষ!
আন্তর্জাতিক ডেস্ক :
কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ডম্বুর এবং গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেও নিলর্জ কটাক্ষ করেছে ভারতের কয়েকটি মিডিয়া।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশের কয়েকটি জেলার আকস্মিক বন্যা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি- ২৪ ঘণ্টা’ একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…’।
ভারতীয় মিডিয়ার এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে এই গণমাধ্যমটি ওই নিউজের শিরোনাম পরিবর্তন করে লেখে, ‘ভারত ছাড়ল জল, ভাসছে বাংলাদেশ’।
গত দুইদিন ধরে ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটিতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ।
বন্যার পানি যেন উপচে না পড়ে সেজন্য গতকাল মঙ্গলবার রাতে গোমতী নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেয়া হয়। বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
এদিকে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তারা বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যারও দাবি জানিয়েছেন।
বুধবার রাতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বন্দি চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা ও ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সে সময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘দিল্লির তাবেদারি, চলবে না’, ‘প্রভুসুলভ আচরণ, মানি না, মানব না’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।