বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা
<![CDATA[
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সে চোটে মিস করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়মতো সেরে না ওঠায় এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন ৩৩ বছর বয়সী তারকা। শুধু ওয়ানডে সিরিজই নয়, ২ ম্যাচের টেস্ট সিরিজেও অনিশ্চিত তিনি।
খেলা নিয়ে সংশয় থাকলেও ভারতের আসন্ন বাংলাদেশ সফরের ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল ইনজুরির সঙ্গে লড়তে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। চেতন শর্মার নেতৃত্বে সে নির্বাচক প্যানেল তখন জানিয়েছিল, ফিটনেস টেস্ট উতরাতে পারলেই বাংলাদেশ সফরে যেতে পারবেন এই বাঁহাতি। তবে বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সাবেক ক্রিকেটার ও বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ সফরে তার যাওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ। ‘
ওয়ানডে দলে জাদেজার বদলি হিসেবে নেওয়া হয়েছে বাংলার বাঁহাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদকে।
আরও পড়ুন:বৃষ্টি আইনে ম্যাচ খোয়াল কিউইরা, সিরিজ ভারতের
শুধু জাদেজাই নয়, বাংলাদেশ সফরের দল থেকে ছিটকে গেছেন পেসার ইয়াশ দয়ালও। তার জায়গায় ডাক পেয়েছেন পেসার কুলদীপ সেন। বুধবার (২৩ নভেম্বর) এই দুই বদলি খেলোয়াড়ের নাম জানায় দেশটির ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত জাদেজা যদি টেস্ট সিরিজেও খেলতে না পারে তবে তার জায়গায় ডাক পেতে পারেন স্পিনার সৌরভ কুমার।
ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, রিশভ পান্ত, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা,অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, ইয়াশ দয়াল।
]]>




