বাংলাদেশের বিশ্বকাপ জার্সির উম্মোচন
<![CDATA[
আগেই জানানো হয়েছিল, আড়ম্বর অনুষ্ঠানের পরিবর্তে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মোচন করবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিসিবি তাদের ফেসবুক পেজে ডিজিটালি উন্মোচন করেছে টাইগারদের নতুন জার্সি।
দিন দুয়েক আগেই চূড়ান্ত হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। তখনো অবশ্য পুরোপুরি নকশার কাজ শেষ হয়নি। বাংলাদেশ দলের জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে এমনটা তখন জানিয়েছিলেন জার্সি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের কর্ণধার মেহতাবউদ্দিন আহমেদ। কথা অনুযায়ী সাকিবদের এবারের বিশ্বকাপ জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে সুন্দরবনকে।
জার্সিতে প্রাধান্য দেয়া হয়েছে সবুজ রঙকে। আর সবুজের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে। জার্সিতে লাল রঙেরও ব্যবহার আছে। তবে সেটা কেবল দুই হাতার নিচের অংশে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সেরা ‘স্লোয়ার বোলার’ মুস্তাফিজ!
তবে সমর্থকদের জন্য মন্দ খবর, টাইগারদের আসল জার্সি পাওয়া যাবে না কোনো আউটলেটে। ভারত-পাকিস্তানের সমর্থকরা সহজেই অনলাইন থেকে দলের জার্সি কিনতে পারলেও, সে সুযোগ পাচ্ছে না বাংলাদেশি সমর্থকরা। অবশ্য বিসিবি চাইলে জার্সি সরবরাহ করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
এ বিষয়ে জার্সি নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার মেহতাবউদ্দিন গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বলেছিলেন, ‘স্বত্ব যখন আমরা ক্রয় করি, তখনতো আমরা স্বত্ব ফি দেই। জার্সি তৈরির পর, এ মূল্যটা আমরা জার্সির সঙ্গে যোগ করে নেই। যার ফলে স্বাভাবিকভাবে জার্সির দামটা একটু বেড়ে যায়। আমাদের দেশে কপিরাইট ইস্যুটা যেহেতু অতোটা জোরদার না, তাই জার্সি বিক্রির বিষয়ে আগ্রহটা একটু কম। তবে মানুষের চাহিদা আছে। বিদেশে থাকা সমর্থকদের কাছে এ চাহিদা আরও বেশি। আমার মনে হয় একটা পথ খুঁজে বের করা উচিত।’
]]>




