বাংলাদেশের সঙ্গে বাজে আম্পায়ারিং নিয়ে আইসিসিতে অভিযোগ
<![CDATA[
ভারত-বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের বিষয়টি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) ফোরামে উপস্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে এমন বিতর্কিত সিদ্ধান্তের মুখোমুখি যেন বাংলাদেশকে না হতে হয় সে ব্যাপারেও আলোচনা হয়েছে।
মেলবোর্ন জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ঘিরে। ক্রিকেট বিশ্বের চোখ এখন বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে ফাইনালের শহরে এসেছে আরেক বড় সিদ্ধান্ত।
আইসিসির বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়েছে আগে। নতুন চেয়ারম্যান নির্বাচনসহ বেশকিছু এজেন্ডা নিয়ে সভায় বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বেশিরভাগ সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মেসির ক্যারিয়ারে যত প্রথম অর্জন
আইসিসির নতুন চেয়ারম্যান কে হবেন? সৌরভ গাঙ্গুলিসহ নাম শোনা গেছে বেশ কয়েকজনের। তবে এদিন খুব একটা উত্তেজনা ছড়ায়নি নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেট প্রশাসক গ্রেগ বার্কলে।
ভারত- বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। বিষয়টি আইসিসির ফোরামে উপস্থাপন করার কথা ছিল বিসিবির। এদিন আইসিসি সভার পর আলোচনা হয়েছে আম্পায়ারিং নিয়ে। নির্ধারিত ফোরামে অভিযোগ করেছে বিসিবি। সামনে কোনো ইভেন্টে যেন এমন কোনো সিদ্ধান্তের মুখোমুখি না হতে হয় সে ব্যাপারেও হয়েছে আলোচনা।
আরও পড়ুন: ব্র্যাডম্যান যেন রূপকথার গল্প
তবে আইসিসি সভায় নজর কেড়েছে ভারত-পাকিস্তান বোর্ড কর্মকর্তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ একে অপরের সঙ্গে ছিলেন হাস্যোজ্জ্বল। যদিও গণমাধ্যমে বরাবরই তাদের বৈরিতাই সামনে আসে। জয় শাহ চাননি, তাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিশ্ববাসীর দৃষ্টিগোচর হোক। তাই এদিনও দুই বোর্ড কর্মকর্তার ফুটেজ নিতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে৷ জয় শাহ ক্ষেপে যান তাদের দৃশ্য ধারণ করায়।
]]>