বাংলাদেশের সামনে এবার ভুটান-বাধা
<![CDATA[
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৭ অক্টোবর) ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে চাইলে বড় ব্যবধানে জিততে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সে জন্য সিঙ্গাপুর ম্যাচের স্কোরিং দুর্বলতা ঘোচাতে চান মিরাজরা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বাংলাদেশের ফুটবলে যেন নব জোয়ার এসেছে। সিঙ্গাপুরকে হারানো দলটাকে মাঠে এনে সমর্থন জোগাতেই বাফুফে আয়োজন করে মাইকিংয়ের। এ যেন ফুটবল তার অতীত ফিরে পেয়েছে।
আরও পড়ুন: সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের
সিঙ্গাপুরকে হারানোর আমেজ এখনও কাটেনি। ভুটান মাচের আগে শেষ অনুশীলনে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে মাঠে হাজির কোচিং স্টাফরা। কোনো গোল না করেও ম্যাচ জেতায় অখুশি ফুটবলাররা।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার আশিকুর রহমান বলেন, ‘রেজাল্টটা আরও ভালো হওয়া দরকার ছিল। আমাদের ডিফেন্ডারেরও বেশ কিছু ভুল ছিল। আমরা সঠিক পজিশনে ছিলাম না।’
এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে, শেষ ম্যাচে ইয়েমেনের সঙ্গে ড্র করলেই কেবল অনূর্ধ্ব-১৭ এশিয়ান গেমসে মূল পর্বে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। তাই প্রথম ম্যাচের স্কোরিং দুর্বলতা কাটাতে চায় ফুটবলাররা। গা গরম শেষে কৌশল সাজাতে মাঠে নেমে পড়েন কোচিং স্টাফরা।
অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার এস এম জাকারিয়া বলেন, ‘ট্যাক্টিক্যালি আমাদের যে ভুলগুলো আছে, তা ঠিক করতে হবে। আগের ম্যাচে যেখানে ভুল করেছে, সেই ভিডিওগুলো দেখাব ছেলেদের। সেখান থেকেই তারা ওভারকাম করবে।’
আরও পড়ুন: বছরে ৩৬ লাখ টাকা পারিশ্রমিক পাবেন এলিট একাডেমির একজন ফুটবলার
ভুটানকে বয়সভিত্তিক ফুটবলে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ভুটান ইয়েমেনের কাছে খেয়েছে ৮ গোল। ভুটানকে শুধু হারালেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।
এক দিনের ব্যবধানে ভুটান ম্যাচ। সময় কম থাকায় ভিডিও সেশনেই ভরসা বাংলাদেশের। তবে সবকিছু ছাপিয়ে বড় ব্যবধানে জিততে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
]]>




