বাংলাদেশের সেলিব্রেটি কুকুর সন্তু এখন পশ্চিমবঙ্গে
<![CDATA[
বাংলাদেশের সেলিব্রেটি কুকুর সন্তু এখন ভারতের পশ্চিমবঙ্গে। ভাইরাল এই সারমেয়টিকে নিয়ে এই বাংলার মানুষের কৌতুহলের যেন শেষ ছিল না। আর তাকে এবার হাতের নাগালে পেয়েছে তারা। আর তাই তাকে এক পলক দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ থেকে টলিউড তারকা সবাই।
বাংলাদেশের খুলনার বাসিন্দা সারমেয়টি গত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম তাকে এক কথায় বড় সেলিব্রেটি করে তুলেছে। ওর যেকোনো ভিডিও মুহূর্তে ভাইরাল।
সন্তুর একটি ফেসবুক পেজও রয়েছে। পেজটিতে লক্ষ লক্ষ ফলোয়ার। জানা গেছে, ফেসবুকে তার ফলোয়ার প্রায় ৫ লাখ। যার হিংসভাগই কলকাতার। আর তাই এই মাটিতে পা রাখার পরই সন্তুর ফলোয়াররাও ছুটে আসেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি বাড়িতে। কারণ ওই বাড়িতেই অতিথি হিসেবে উঠেছে সাড়ে ৫ বছরের সেলিব্রেটি কুকুর সন্তু।
চলতি মাসের প্রথম দিকে (২ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা-গোজাডাঙা সীমান্ত দিয়ে সড়কপথে ভারতে প্রবেশ করে সন্তু ও তার পালক পরিবারের সদস্যরা। সন্তুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে তাকে স্বাগত জানান কলকাতার বেশ কয়েকজন কুকুরপ্রিয় মানুষ। এমনকি প্রায় ৭০ কিলোমিটার পথ নিজেদের গাড়িতে চড়িয়ে তাকে গন্তব্যে পৌঁছে দেন ভক্তরা।
আরও পড়ুন: রাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর মদ্যপান, ‘সঙ্গ’ দিলেন চালক
কিন্তু সন্তু হঠাৎ করে কেন ভারতে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সন্তর পালক পরিবারের মা অর্চনা রায় জানান, বেশ কয়েক বছর ধরেই সন্তুকে ভারত ভ্রমণে নিয়ে যাবেন বলে ভাবছিলেন তিনি। ভিসা সংক্রান্ত কিছু জটিলতা থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন যেতে পারেননি। তবে সম্প্রতি ভিসা পাওয়ায় আর দেরি করেননি। ভ্রমণের পাশাপাশি সন্তুর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার কথাও জানান অর্চনা রায়।
সন্তুর ভিডিও যারা দেখেন তারা নিশ্চয় বদ ময়না চরিত্রের কথা জানেন। আর এই বদ ময়না মূলত সন্তুর পরিবারের বড় মেয়ে তণুশ্রী রায়। ২০১৯ সালে ৩০ মার্চ তার উদ্যোগেই খোলা হয় সন্তুর ফেসবুক পেজ। যদিও তণুশ্রী নিজেও জানতেন না, সন্তু এত দ্রুত সবার মন জয় করবে। বাংলাদেশ ছাপিয়ে ওর ফ্যান-ফলোয়ার তৈরি হবে সীমান্তের ওপার ভারতেও।
তনুশ্রী জানান, বাংলাদেশের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র চিকিৎসকের পরামর্শে ওর স্বাস্থ্য পরিচর্যার কাজ চলে। বাংলাদেশের মানুষ ওকে খুব আদর করে। একইভাবে প্রায় বিশ দিন ধরে ভারতেও বহু মানুষ সন্তুকে দেখতে ভিড় জমাচ্ছেন। যেমন বুধবার (২১ ডিসেম্বর) টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় নিজেও মধ্যমগ্রামের সন্তু যে বাড়ির অতিথি সেই বাড়িতে গিয়ে হাজির হন। শুধু হাজির নন, সন্তুকে নিয়ে সারাদিন জমিয়ে আড্ডা দেন। ছবি তোলেন, গান ও খুনসুটিও করেন।
আরও পড়ুন: করোনা আতঙ্কে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধের আহ্বান, কংগ্রেসের ক্ষোভ
সন্তু ভক্ত অভিনেত্রী ও কুকুরপ্রিয় বলে পরিচিত অভিনেত্রী দেবশ্রী রায় জানান, সন্তুকে তিনি বেশ কয়েক বছর ধরে ফলো করেন। বিশেষ করে তার মায়ের মৃত্যুর পর সন্তুর দুষ্টুমি দেখে তার হতাশা কাটে বলেও জানান তিনি। আর তাই সন্তুর ভারতে আসার খবর পেয়ে দক্ষিণ কলকাতা থেকে নিজেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ছুটে এসেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় হওয়ায় পৃথিবীর প্রায় সব দেশে পোষা প্রাণীদের প্রতি মানুষের সচেতনতা বেশ বেড়েছে। তবু এখনও রাস্তা ঘাটে হাজারো বেওয়ারিশ কুকুর-বিড়ালকে দেখা যায়। সন্তুর পরিবার কিংবা কুকুরপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের চাওয়া, পরিবারের ভেতর যত্নে থাকা কুকুর-বিড়ালের মতোই রাস্তার কুকুর-বিড়াল ও প্রাণীদের প্রতি আরও সহানুভূতিশীল আচরণ করুক মানুষ।
]]>