বিনোদন

বাংলাদেশ মাতবে বিউটি সার্কাসে

<![CDATA[

২৩ সেপ্টেম্বর ১৯টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্র বিউটি সার্কাস।

পরিবেশক সূত্রে জানা যায়, আগামীকাল থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স–বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স–এস.কে.এস টাওয়ার, মহাখালী, স্টার সিনেপ্লেক্স–বিজয় স্মরণী, স্টার সিনেপ্লেক্স–সনি স্কয়ার, মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস–যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস–কদমতলী (কেরানীগঞ্জ), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স–সিলেট, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম, মম ইন, বগুড়া, পূরবী, ময়মনসিংহ, বিজিবি, সিলেট, তাজ সিনেমা, নওগাঁ, সংগীত সিনেমা, খুলনা, মডার্ন সিনেমা, দিনাজপুর, পান্না সিনেমা, মুক্তারপুর, রাজ সিনেমা, কুলিয়ারচর, মাধবী সিনেমা, মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স, গুরুদাসপুর, রাজিয়া সিনেমা, নাগরপুর-এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

আরও পড়ুন: প্রকাশ হলো ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত বিউটি সার্কাস পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে আগামী ২৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটির পাওয়ার্ড বাই স্পন্সর দারাজ। কো-পাওয়ার্ড বাই স্পন্সর মিস্টার হোয়াইট ডিটারজেন্ট।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।

আরও পড়ুন: বিতর্কের মুখে সরানো হলো পূজার আপত্তিকর দৃশ্য

টিভি পর্দায় নিজের মুনশিয়ানা প্রতিষ্ঠিত করে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে মাহমুদ দিদারের। নির্মাতা বলেন, ‘বিউটি সার্কাস ভরপুর বিনোদন ও প্রতিশোধের এক গল্প। সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই। আমরা মনে করি, এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি ছবি। এক মুহূর্তও পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না দর্শক। সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশ মাতুক বিউটি সার্কাসে।’

আরও পড়ুন: প্রদর্শিত হলো ‘অপারেশন সুন্দরবন’

দুই শতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রায়িত হয় দেশের সার্কাসশিল্প ঘিরে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প বিউটি সার্কাস।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!