বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত
<![CDATA[
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সোমবার (৩১ অক্টোবর) ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
প্রায় সাত বছর বিরতি দিয়ে ২০১৫ সালের পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারত। সিরিজে দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
আগামী ৪ ডিসেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
আরও পড়ুন: ভারতের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া
এরপর তিন দিনের বিরতি দিয়ে সফরের প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট। বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ইশান কিশান, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।
আরও পড়ুন: মাশরাফীকে ছাড়িয়ে গেলেন সাকিব
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
]]>