বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহে স্টেশনের অদূরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এমএম রাজিব বিল্লাহ।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এই ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি। দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।