বাংলাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

<![CDATA[

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন সময় সংবাদকে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার থেকে রোববার (৯ অক্টোবর) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১০ সেপ্টেম্বর) থেকে বন্দরের কার্যক্রম ফের চালু হবে।

আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!