বাংলা ব্লুজকে অভিনন্দন জানালেন চেলসি গোলরক্ষক
<![CDATA[
‘বাংলা ব্লুজ’ নামে একটি ফেসবুক পেইজকে অভিনন্দন জানিয়েছেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা।
বাংলাদেশে খুবই জনপ্রিয় ইংলিশ ক্লাব চেলসি। সেই জনপ্রিয়তা থেকেই সমর্থকরা বিভিন্ন নামে পেইজ খুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তেমনই একটি জনপ্রিয় পেইজ হচ্ছে ‘বাংলা ব্লুজ’। সেই পেইজের অনুসারী ২৪ হাজারের উপরে।
বুধবার (৫ অক্টোবর) বাংলা ব্লুজের ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওতে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা বাংলাদেশের সেই জনপ্রিয় পেইজ বাংলা ব্লুজকে অভিনন্দন জানান। ১৩ সেকেন্ডের ভিডিওতে চেলসির গোলরক্ষক কেপা বলেন, ‘হ্যালো বাংলা ব্লুজ। তোমাদের অভিনন্দন জানাই, যা বাংলাদেশের সবচেয়ে পুরনো অফিসিয়াল চেলসি সাপোর্টার্স ক্লাব।’
আরও পড়ুন: পিছিয়ে পড়েও দারুণ জয় পেল চেলসি
২০১৮ সালে অ্যাতলেটিকো বিলবাও ছেড়ে চেলসিতে যোগ দেন কেপা। তবে চেলসিতে যোগ দেয়ার পর থেকেই নিজের সেরাটা দিতে পারেননি এই স্প্যানিয়ারড। অনেক সমালোচনার মুখে পরতে হয় তাকে। বেশ কয়েকবার তাকে ক্লাব বিক্রি করে দিতে চাইলেও শেষ পর্যন্ত চেলসি ছাড়া হয়নি তার।
ইতিহাসে সবচেয়ে দামি গোলরক্ষককে শেষ পর্যন্ত বেঞ্চে বসিয়ে রাখা হয়। চলতি মৌসুমেই নাপোলি, সেভিয়ার মতো ক্লাবরাও তাকে ধারে নিতে চেয়েছিল। তবে চেলসি দলে ভালো মানের দুই নম্বর গোলকিপার না থাকায় শেষ পর্যন্ত আর ধারে যাওয়া হয়নি কেপার।
]]>




