বাইডেনের আলোচনার প্রস্তাব, পাল্টা শর্ত ক্রেমলিনের
<![CDATA[
ইউক্রেনে রুশ অধিকৃত চারটি ‘নতুন অঞ্চলকে’ স্বীকৃতি দিতে পশ্চিমাদের প্রত্যাখ্যানের কারণে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা কঠিন হয়েছে পড়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেয়ার পর রাশিয়া এই কথা জানাল।
শুক্রবার (২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা আলোচনার জন্য উন্মুক্ত। তবে পশ্চিমাদের ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি মেনে আলোচনায় বসবে না রাশিয়া।
সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইউক্রেনের চারটি অঞ্চলকে বেআইনিভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে রাশিয়া। যদিও চারটি অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এমনকি আক্রমণের নয় মাসে ইউক্রেনের যে পরিমাণ ভূমি দখল করেছিল সেগুলোর অর্ধেকেরও বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি তারা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত আছি যদি বাস্তবিক অর্থে যুদ্ধ বন্ধের বিষয়ে তার কোনো আগ্রহ থাকে। তিনি এখনও সে আগ্রহ দেখাননি। আমি পুতিনের সঙ্গে বসে তার মনে কী আছে তা জানতে পারলে খুশি হব। তবে অবশ্যই আমার ফরাসি এবং ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে।
যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বাইডেন স্পষ্ট করেছেন যে, ইউক্রেনকে ছাড় দিতে কখনও তারা আহ্বান জানাবেন না।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় বসবে বাইডেন, তবে…
যুদ্ধ বন্ধে আলোচনা নিয়ে রাশিয়া-ইউক্রেনের পক্ষ থেকে কোনো উদ্যোগের ইঙ্গিত না থাকলেও বেশ কয়েকমাস ধরে কূটনৈতিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এরপর ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করে দেশটি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের স্বার্থ রক্ষায় রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট সব সময় আলোচনার জন্য প্রস্তুত ছিলেন এবং আছেন।
তবে মার্কিন শর্ত মেনে নিতে রাজি না মস্কো। প্রেসিডেন্ট বাইডেন যা বলেছেন তার অর্থ হলো, রুশ সেনাদের ইউক্রেন ছাড়তে হবে। কেবল তখন তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন।
]]>




