বাইডেন-ম্যাক্রোঁর ‘বিশ্রী’ করমর্দন, অনলাইনে হাসির রোল
<![CDATA[
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যকার করমর্দনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। করমর্দনের কারণে বাইডেনকে নিয়ে হাসাহাসি হচ্ছে। অনেকেই ম্যাক্রোঁর সঙ্গে তার করমর্দনকে ‘বিশ্রী’ বলে সমালোচনা করেছেন।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তাকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে এই দুই নেতা। ইউক্রেন-রাশিয়া সংঘাতই ছিল সেই বৈঠকের প্রধান ইস্যু। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্পর্কের ২০০ বছর উদ্যাপন করেন তারা।
এরই মধ্যে সবকিছু ছাপিয়ে আলোচনায় স্থান করে নেয় ম্যাক্রোঁর সঙ্গে বাইডেনের করমর্দনের বিষয়টি। যা তিনি হোয়াইট হাউসে ম্যাক্রোঁকে স্বাগত জানানোর সময় করেছিলেন। তাদের ওই করমর্দনের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে।
স্বাধারণত কোনো করমর্দন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। কিন্তু মাক্রোঁর সঙ্গে বাইডেনের করমর্দন প্রায় ৪২ সেকেন্ড স্থায়ী ছিল এবং সেটা বাইডেনের কারণেই।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় বসবে বাইডেন, তবে
ভিডিওতে দেখা যায়, সাক্ষাতে আলাপ শুরুর সঙ্গে একে অপরের দিকে হাত বাড়িয়ে দেন দুই রাষ্ট্রপ্রধান। কিন্তু আলাপ শেষ হয়ে গেলেও ম্যাক্রোঁর হাত শক্ত করে ধরে থাকেন বাইডেন। ম্যাক্রোঁ হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলেও ছাড়েননি তিনি।
ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। ইতোমধ্যে কয়েক লাখ ভিউ হয়েছে। পেয়েছে হাজার হাজার লাইকও। এ ছাড়া শত শত কমেন্ট পড়েছে। যাতে টুইটার ব্যবহারকারীরা বাইডেনের করমর্দনের স্টাইলকে ‘বিশ্রী’ বলে উল্লেখ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘করমর্দনের বিষয়টি ম্যাক্রোঁ চ্যাম্পিয়নের মতোই নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু বাইডেন এটাকে প্রলম্বিত করেছেন। এমনভাবে প্রলম্বিত করেছেন, তিনি কী করছেন সেটাই ভুলে গেছেন।’
আরও পড়ুন: কানিয়ে ওয়েস্টের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করলেন ইলন
আরেক ব্যবহারকারী প্রশ্ন রেখে বলেছেন, ‘এটা (করমর্দন) কি ফ্রি ম্যাসনদের মতো করমর্দন নয়?’ ফ্রিম্যাসন বলতে ওই ব্যবহারকারী বিশ্বের একটি প্রাচীনতম গোপন গোষ্ঠী বা সংগঠনকে বুঝিয়েছেন।
তৃতীয় ব্যক্তি লিখেছেন, ‘ওই মুহূর্কে কি করছিলেন বাইডেন তা ভুলে গিয়েছিলেন।’ তিনি মূলত বাইডেনের ‘স্মৃতিভ্রমে’র প্রতি ইঙ্গিত করেছেন। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন মতে, হোয়াইট হাউসে ওই সাক্ষাৎকালে ম্যাক্রোঁর নাম ভুলভাবে উচ্চারণ করেছিলেন বাইডেন।
]]>




