বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
<![CDATA[
বাগেরহাটের মোল্লাহাটে বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে শুভ এালাহী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুরে এ দুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল হাসান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে কাহালপুর পল্লীবিদ্যুতের সাব স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটো গাড়িরই সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে জিপ গাড়ির চালকসহ ৬ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে জিপচালক শুভ এলাহী মারা যান। দুর্ঘটনার পরেই ইমাদ গাড়িটির চালক ও হেলপার পালিয়েছে। গাড়ি দুটি রাস্তার পাশে রয়েছে। নিরাপদে নেওয়ার চেষ্টা করছি।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
তিনি আরও বলেন, নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করছি।
]]>