বাজারে নেই চিনি, খালি হাতে ফিরছেন ক্রেতারা
<![CDATA[
আজও বাজারে নেই চিনি। কিনতে এসে বাধ্য হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। শনিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এমন দৃশ্য চোখে পড়ে।
চিনি কিনতে আসা এক ক্রেতা জানান, ‘নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য কিনতে এসেছিলাম। সবকিছুই কেনা হয়েছে। কিন্তু চিনি কোথাও পাওয়া যায়নি। কয়েকটি দোকান খুঁজেও মিলেনি চিনি। বাজারে চিনি নেই।’
এ বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়রীরা জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দাম বাড়ানোর পরও এখনও চিনি নেই বাজার। তবে, কোম্পানিগুলো নতুন দামের ক্রয়াদেশ নিয়েছে, শিগগিরই চিনি আসবে বাজারে।
আরও পড়ুন: দাম বাড়লেও স্বাভাবিক হয়নি চিনি সরবরাহ
এদিকে কোম্পানিগুলোর দাবি, গ্যাস সংকটের মধ্যে দৈনিক যে পরিমাণ চিনি তারা উৎপাদন করতে পারছেন, তা নিয়মিতই সরবরাহ করছেন। বাজার চিনিশুন্য থাকার কারণ অনুসন্ধানে সরকারের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।
এরআগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম অনুসারে, প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৮ টাকা। বৃহস্পতিবার থেকেই চিনির নতুন দাম কার্যকর করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
]]>