বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষী আটক!
<![CDATA[
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করতে গিয়ে হালিম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী। এর আগে একই দিন বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব দর্জিপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি হালিম পূর্ব দর্জিপাড়া গ্রামের ফজলুর ছেলে।
আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ ২ যুবক আটক
পুলিশ জানায়, হালিম বিক্রির জন্য বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ চাষ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি ৮ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ করা হয়।
ওসি আবু সাঈদ চৌরুরী সময় সংবাদকে বলেন, তাকে আটক করার পর গাঁজা গাছ থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
]]>




