বাণিজ্যিক সিনেমা করার যোগ্যতা এখনও অর্জন করিনি: সালমান দুলকার
<![CDATA[
ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা সালমান দুলকার। অনেকের কাছে চার্লি নামেও সমাদৃত। কেননা তার ‘চার্লি’ সিনেমা ভারত ছাড়াও বিভিন্ন দেশেও দারুণ প্রশংসিত হয়েছিল।
দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন কয়েক দশক থেকেই। তবে বাকি দক্ষিণের তারকা যেমন প্রভাস, জুনিয়র এনটি আর, রামচরণ কিংবা আল্লু অর্জুনের মতো বিগ বাজেটের ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি এই সুপারস্টারকে।
তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ‘চুপ’ সিনেমার প্রচারণার অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে, বিগ বাজেটের প্যান-ইন্ডিয়ান সিনেমায় কবে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে ‘ডক্টর জি’
জবাবে দুলকার বলেন যে, বাজেট দেখে সিনেমা করেন না তিনি। বড় ব্যানারে বাণিজ্যিক সিনেমা করার যোগ্যতা অর্জন করিনি এখনও। সেই সঙ্গে বলেন যে, অনেক প্রস্তাব পাই কিন্তু ও সব প্যান-ইন্ডিয়ার ধারণা বুঝি না। আমি একমত, যেসব গল্পই সবার জন্য। যেমন আমার সাম্প্রতিক ছবি এক সেনা কর্মকর্তার প্রেমের গল্প নিয়ে। আপনি সেই গল্প যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে প্যান-ইন্ডিয়া শব্দটির ব্যবহার আমার অদ্ভুত লাগছে।
সম্প্রতি তার ‘সীতা রামাম’ সিনেমা দারুণ ব্যবসা করে নিয়েছে। দর্শকদের চাহিদার কথা ভেবে হিন্দি ভাষাতেও মুক্তি দেয়া হয়েছে এই সিনেমাটি। তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ‘চুপ’ সিনেমাটি পরিচালনা করেছেন বাল্কি। এই সিনেমায় দুলকারের সঙ্গে দেখা যাবে সানি দেওল ও পূজা ভাটকে।
]]>




