বাদ পড়া শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময় বাড়ল
<![CDATA[
২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এক ঘণ্টার অনলাইন প্রশিক্ষণে যেসব শিক্ষক অংশ নিতে পারেননি, তাদের ২৯ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে কোর্সটি করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (২৬ ডিসেম্বর) মাউশির পরিচালক (প্রশিক্ষণ) প্রবীর কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ের (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পড়ানো হয়) প্রায় সোয়া তিন লাখ মাধ্যমিক শিক্ষককে শনি (২৪ ডিসেম্বর) ও রোববার (২৫ ডিসেম্বর) এক ঘণ্টা করে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়ার আয়োজন করেছিল মাউশি।
আরও পড়ুন: মাধ্যমিকের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময় বাড়ল
তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সোয়া দুই লাখের মতো শিক্ষক অংশ নিয়েছেন। বাকিরা অংশ নিতে পারেননি। তাদের জন্য নতুন করে আবার প্রশিক্ষণের সময় বাড়ানো হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষ থেকে তিনটি শ্রেণিতে (প্রথম, ষষ্ঠ ও সপ্তম) নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে যার ফলে চলতি মাসে বিষয়ভিত্তিক সব শিক্ষককে সশরীর পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাকি শ্রেণিগুলোতে ২০২৪ সাল থেকে পর্যায়ক্রমে এ শিক্ষাক্রম চালু হবে। কিন্তু পথরেখা অনুযায়ী শিক্ষকদের সেই প্রশিক্ষণ দিতে পারেনি মাউশি। এ জন্য মাধ্যমিকের শিক্ষকদের অন্তত বিষয়ভিত্তিক এক ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়।
]]>




