বাদ পড়ার শঙ্কায় য়্যুভেন্তাস, হোঁচট ম্যানসিটির
<![CDATA[
দুঃসহ একটা ম্যাচ শেষ করল ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হারায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে তারা। তবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগও রয়েছে, সে জন্য জয় পেতে হবে পরের দুই ম্যাচেই। দিনের আরেক ম্যাচে নানা নাটকীয়তায় কোপেনহ্যাগেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠে ইতালির ওল্ড লেডিদের বিপক্ষে হাইফার হয়ে ২টি গোলই করেছেন উমের আতজিলি। বিপরীত দিকে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সফরকারী য়্যুভেন্তাস, যার খেসারত দিতে হলো ২-০ গোলের হারে।
আরও পড়ুন: অ্যাতলেটিকোতে স্থায়ী হলেন গ্রিজম্যান
ম্যাকাবি হাইফার বিপক্ষে হারায় ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে য়্যুভেস্তাস। ৩ পয়েন্ট আছে হাইফারও। শীর্ষে থাকা পিএসজির ও বেনফিকার পয়েন্ট ৭ করে। অর্থাৎ পরের দুই ম্যাচে বেনফিকা ও পিএসজিকে হারালে ৯ পয়েন্ট হবে তুরিনের বুড়িদের। শেষ ষোলোয় যাওয়ার জন্য তাদের সামনে শর্ত আছে আরও, পিএসজি ও বেনফিকার মধ্যে যে কোনো এক দলকে নিজেদের দুই ম্যাচেই হারতে হবে।
আরেক ম্যাচে কোপেনহ্যাগেনের বিপক্ষে আরলিং হল্যান্ডকে একাদশের বাইরে রেখেই খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ১১ মিনিটের মাথায়ই গোল করেছিলেন সিটির রদ্রি। তবে হ্যান্ডবল হওয়ায় রেফারি তা বাতিল করে দেন। প্রায় ১৪ মিনিট পরে পেনাল্টি মিস করেন রিয়াদ মাহরেজ।
আরও পড়ুন: ভেঙেই গেল এমবাপ্পে-পিএসজি সম্পর্ক!
ম্যানচেস্টার সিটি বড় ধরনের ধাক্কা খায় ৩০ মিনিটের মাথায়। ডি বক্সের কাছে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও গোমেজকে। ১০ জনের দলে পরিণত হওয়া সিটিজেনরা বাকিটা সময় একের পর এক খেলোয়াড় বদল করেও ম্যাচের ভাগ্য বদল করতে পারেনি।
পয়েন্ট খুঁইয়ে হোঁচট খেলেও ‘জি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০, আর ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। তিনে থাকা কোপেনহ্যাপেনের ২ ও সেভিয়ার পয়েন্ট ১।
]]>




