বাফুফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শুরুতেই অব্যস্থাপনা
<![CDATA[
স্কোর বোর্ড ছাড়াই বসুন্ধরা কিংস- স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বয়সভিত্তিক লিগ। প্রথম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা বসুন্ধরা কিংসের। দারুণ জয়ে লিগ শুরু করলেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুললেন কিংস কোচ মাহবুব হোসেন রক্সি। এদিকে, প্রথম ম্যাচে একাই চার গোল করা বসুন্ধরার অধিনায়ক সাব্বিরের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ ফাইট দেয়া।
দশ দলের অংশগ্রহণে শুরু হলো অনূর্ধ্ব -১৮ ফুটবল লিগ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। যদিও বয়সভিত্তিক এ টুর্নামেন্টের শুরুতেই দেখা গেলো অব্যস্থাপনা। মাঠের একপাশে কোনোভাবে ঝুলে থাকা ম্যাচ টাইমার থাকলেও নেই কোনো স্কোর বোর্ড।
ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকদের বসারও কোনো ব্যবস্থা ছিল না। যদিও বিষয়গুলো নিয়ে দায়সারা উত্তর দিয়ে সমাধানের চেষ্টা করবেন বলে জানান মাঠে উপস্থিত বাফুফের দায়িত্বরত কর্মকর্তারা।
অবশ্য মাঠের খেলায় কোনো ছাড় দেয়নি বসুন্ধরা কিংস। সিনিয়রদের মতো অনূর্ধ্ব- ১৮ ফুটবলাররাও দারুণ ফুটবল উপহার দিয়ে রীতিমত গোল উৎসব করেছে। কিংসের আধিপত্যে পাত্তাই পায়নি স্বাধীনতা ক্রীড়া সংঘ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা।
আরও পড়ুন: বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন গাভি
বিরতির পরও আক্রমণাত্নক ফুটবল খেলে রক্সির শিষ্যরা। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক তুলে নেন অধিনায়ক সাব্বির হোসেন। ৮৩ মিনিটে স্বাধীনতা ক্রীড়া সংঘ পেনাল্টি থেকে একটি গোল শোধ করলে ৭-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বসুন্ধরা কিংস। দারুণ জয়ে লিগ শুরু করলেও বয়সভিত্তিক এ লিগের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কিংস কোচ।
মাহবুব হোসেন রক্সি বলেন, আমাদের লক্ষ্য হলো ভালো ফুটবল খেলা এবং ভালো খেলোয়াড় তৈরি করা। সেই লক্ষ্য নিয়েই খেলা শুরু করেছি। সামনে আরও ভালো কিছু হবে বলে আশা রাখি। পেশাগত দলের দ্বিতীয় দল বলা হচ্ছে এই টুর্নামেন্টকে। তাহলে এখানে আরও ভালো রেফারি দেয়া দরকার। এতে খেলোয়াড়রা আরও ভালো খেলতে পারবে। কিন্তু রেফারি যদি শিখতে চায়, তাহলে এখানে খেলোয়াড়রাও শিক্ষানবিশ। এতে এটা একটা বাধা হিসেবে দাঁড়াবে।
লিগের প্রথম ম্যাচেই চার গোল পাওয়ার আনন্দ চোখে মুখে স্পষ্ট ছিল ফরোয়ার্ড সাব্বির হোসেনের।
আরও পড়ুন: সিনিয়রদের অবদান স্বীকার করে দায়িত্ব কাঁধে নিতে চান সোহানরা
তিনি বলেন, স্বপ্ন ছিল বসুন্ধরায় খেলবো। খেলার সুযোগ পেয়েছি, আবার অধিনায়কত্বও পেয়েছি। একটু নার্ভাস ছিলাম। তারপরও আমাদের কোচ অনেক পরিশ্রম করেছেন। অল্প সময়ে আমাদেরকে ভালো মতোই তৈরি করতে পেরেছেন। কোচের নির্দেশনা অনুযায়ী খেলেই গোল করেছি।
লিগের দ্বিতীয় ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
]]>




