বাবরদের পরের টার্গেট টি-টোয়েন্টি বিশ্বকাপ
<![CDATA[
এশিয়া কাপ থেকে মিডলঅর্ডার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচেও মিডলঅর্ডার ভেঙে পড়েছিল। এরপর নতুন পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। যার সুফলও ভোগ করে তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই মিডলঅর্ডারই জিতিয়েছে পাকিস্তানকে।
এমন জয়ে খুশি দলের নেতা বাবর আজম। অবশ্য দলের যেখানটায় দুর্বলতা সবচেয়ে বেশি, বিশ্বকাপের আগে সেই জায়গাটায় শক্তি ফিরে পাওয়ায় আলাদা আত্মবিশ্বাস জোগাচ্ছে পাকিস্তানের অধিনায়কের। শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে অবশ্য এ জয়ের কৃতিত্ব দলের সবাইকে ভাগ করে দিয়েছেন বাবর আজম। জানালেন এবার তাদের টার্গেট টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান
ম্যাচ জয়ের পর পকিস্তান অধিনায়ক বলেন, ‘দল যেভাবে খেলেছে সব কৃতিত্বের দাবিদার আমাদের ক্রিকেটাররা সবাই। ডেথ ওভারের দিকে দুর্দান্ত বোলিং করেছে হারিস-নাসিমরা। আমাদের মিডলঅর্ডার আজ অসাধারণ খেলেছে। বিশেষ করে হায়দার ও নওয়াজ তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ধীরগতির উইকেটের কারণে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলাম। আমাদের এখন থেকে এগিয়ে যেতে হবে এবং মাঠে পারফর্ম করতে হবে। এ জয় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিশ্চিত।’
এদিকে ফাইনালের ম্যাচসেরার পুরস্কার জিতেছে মোহাম্মদ নওয়াজ। তার ২২ বলে অপরাজিত ঝড়ো ৩৮ রানেই কুপকাত হয় স্বাগতিকরা। ফাইনালে এমন ইনিংসের কারণও জানিয়েছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। নওয়াজ বলেন, ‘গত কয়েক দিনে অনেক পরিশ্রম করেছি। আজ ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। মিডলঅর্ডারে ব্যাটিং অনেক সহায়ক যেকোনো দলের জন্য। আমাদের যে পরিকল্পনা ছিল সেটাই ছিল মূল এবং সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি।’
আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে জানালেন ওয়াসিম
এখন পাকিস্তান দল সোজা যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচের পর, ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।
]]>




