বাবার মৃত্যুর পর ছয় পৃষ্ঠার চিঠি পেয়েছিলেন করণ!
<![CDATA[
বলিউডের সফল প্রযোজকের নামের তালিকায় প্রথম সারিতেই আছে করণ জোহরের নাম। কিন্তু বাবা যশ জোহরের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। এ কথা হয়তো অনেকেই জানেন না। বিষণ্নতার সে দিনগুলোতে নিজেকে সামলানোর জন্য করণ পেয়েছিলেন বাবার লেখা ছয় পৃষ্ঠার চিঠি।
চিঠির প্রতিটি অক্ষরই সামলিয়েছিল পরিচালক করণকে। যে চিঠি করণকে শিখিয়েছে জীবনে চলার পথে কাকে বিশ্বাস করা যাবে আর কাকে নয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৪ সালে প্রয়াত হন ‘ধর্মা প্রোডাকশনস’-এর প্রতিষ্ঠাতা ও করণ জোহরের বাবা যশ জোহর। বাবার মৃত্যুর পর মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন করণ।
আরও পড়ুন: ফের কার বাড়ি ‘রেইড’ করতে আসছেন অজয়
বাবার অনুপস্থিতিতে কোম্পানি ও ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না করণ। করণের কথায়, ‘কোথায় কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোথায় অর্থনৈতিক বিনিয়োগ, কিছুই জানতাম না।’ বাবার সেই ছয় পৃষ্ঠার চিঠিকেই তাই নিজের ‘বাইবেল’ বলে মেনে নিয়েছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সুপারহিট ছবির এ পরিচালক।
কী লেখা ছিল সেই চিঠিতে? করণ জানান, আর্থিক ও ব্যবসায়িক বিষয়ে কে বিশ্বাসযোগ্য এবং কে নয়সহ অনেক বিষয়েই দিকনির্দেশনা ছিল ওই চিঠিতে।
বরাবরই মা-বাবার স্নেহের পাত্র ছিলেন করণ জোহর। তাই নিজের যমজ সন্তানের নাম রেখেছেন বাবা-মায়ের নামেই। মেয়ের নাম রেখেছেন রুহি। করণের মায়ের নাম হিরু জোহর। হিরু নামকে উল্টিয়েই মেয়ের নাম রাখেন তিনি। আর ছেলের নাম রেখেছেন যশ, যা করণের বাবার নাম।
]]>




