বাবার সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে শিশুর মৃত্যু
<![CDATA[
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ঘুরতে গিয়ে রায়হান নামে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দি ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রায়হান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনার পরপর ছেলেকে নিয়ে দেলোয়ার ছুটে আসেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী রায়হানের মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান।
এলাকাবাসী জানান, শিশু রায়হান তার বাবার সঙ্গে মাছ ধরার নৌকায় যায়। নৌকাটি নদীর তীরেই নোঙর করা ছিল। নৌকা থেকে কোনো এক সময় শিশুটি নদীতে পড়ে যায়। পরে দেলোয়ার তার ছেলেকে আর খুঁজে পান না। তিনি ভাবেন, ছেলে বাড়িতে চলে গেছে। বাড়িতে ফিরে পুনরায় ছেলের সন্ধান না পেয়ে নৌকার কাছে ফিরে আসেন। নদীতীরে ছেলের নিথর দেহ দেখতে পান।
আরও পড়ুন: ক্লিনিকের ‘বিল মেটাতে’ সন্তান বিক্রি, বাবাসহ আটক ৩
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে ডুবে যায় শিশুটি। পরে স্বজনরা মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে দুপুর ২টার দিকে।
]]>




