‘বাবা যেভাবে বলেছেন সেভাবেই করেছি’, আদালতকে নেইমার
<![CDATA[
কর ফাঁকির অভিযোগে করা মামলায় মঙ্গলবার (১৮ অক্টোবর) স্পেনের বার্সেলোনার আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন নেইমার জুনিয়র। আদালতকে পিএসজি তারকা বলেছেন, নিজে কিছুই জানেন না। কারণ সব বিষয়ই তার বাবা দেখভাল করেন।
নেইমারের ভাষ্য, ‘চুক্তির সবকিছু বাবা দেখভাল করেন। আমি আলাপ-আলোচনার অংশ ছিলাম না। রিয়াল মাদ্রিদে যাব নাকি বার্সায়, এটাই ছিল আমার সিদ্ধান্ত নেয়ার বিষয়। আমি বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর বাবা যেখানে যেখানে বলেছিলেন সই করে দিয়েছিলাম।’
আরও পড়ুন: বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল রোনালদোর পর্তুগাল
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে যখন বার্সেলোনায় যোগ দেন, তখন বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন বলে সম্প্রতি নেইমারের নামে অভিযোগ উঠে। সেই অভিযোগেই পরে মামলা ঠুকেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস।
ডিআইএসের দাবি, নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন স্যান্তোসের উঠতি তারকা তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা। কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দেয় তারা। এ মামলায় নেইমারসহ দোষীদের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকা জরিমানা দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: বার্সার ঘরে তিন পুরস্কার, রিয়ালের ঘরে দুই
কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। এই ব্রাজিলিয়ানের চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ এবং বার্সেলোনা ও স্যান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। ডিআইএসের আইনজীবী পাওলো নাসের সংবাদমাধ্যমকে বলেছিলেন, নেইমারকে সর্বোচ্চ দাম হাঁকা ক্লাবের কাছে বিক্রি করা হয়নি। তাকে এর চেয়েও বেশি দামে কিনতে আগ্রহী ক্লাবও ছিল।
]]>