বার্সায় না গিয়ে যুক্তরাষ্ট্রের লিগে যাচ্ছেন মেসি!
<![CDATA[
গত বছর বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। পিএসজিতে শুরুর সময়টা ভালো কাটেনি তার। এরপর থেকেই শোনা যাচ্ছিল আবার বার্সায় নাম লেখাবেন তিনি। কিন্তু দ্য টাইমস জানিয়েছে, মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগে। চলতি মৌসুমের ইতি ঘটলেই ক্লাব ছাড়তে পারেন তিনি।
টাইমসের খবর, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন মেসি। দুই পক্ষের সমঝোতায় আসার বিষয়টিও নাকি একটু একটু করে এগোচ্ছে। তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রে পাড়ি জমোচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার?
আরও পড়ুন: বিশ্বকাপের পর সৌদির ক্লাবে যোগ দিচ্ছেন রোনালদো!
টাইমসের মতে, মেসি মায়ামিতে গেলে তিনি হবেন লিগটির সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের মতে, পিএসজিতে বছরে লিওনেল মেসির বেতন ৪১ মিলিয়ন মার্কিন ডলার। ৩৫ বছর বয়সী এ তারকার গত বছরটা ভালো না কাটলেও এবার ফর্মে ফিরেছেন। এ মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। যেখানে গত মৌসুমে ৩৪ ম্যাচে করেছিলেন ১১ গোল।
আরও পড়ুন: ম্যারাডোনাকে হারানোর দুই বছর
প্রসঙ্গত, ২০০৪ সালে বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ পান মেসি। সেই থেকে সব মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে তিনি খেলেন ৭৭৮ ম্যাচ, করেন ৬৭২ গোল। ৪৭৪ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি, বার্সেলোনার ইতিহাসেও সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার দখলে।
]]>