বার্সেলোনার বিদায় নিশ্চিত করলো ইন্টার
<![CDATA[
ভয়টা ছিল এখানেই। ভিক্টোরিয়া প্লাজেনকে ইন্টার মিলান হারালেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায় নিশ্চিত হবে। শেষ পর্যন্ত হলও সেটা, বুধবার (২৬ অক্টোবর) রাতে ইন্টারের ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাবটি। সেই সাথে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।
ঘরের মাঠ হওয়ায় ম্যাচের প্রথম থেকেই আধিপত্য ধরে খেলতে থাকে ইতালিয়ান জায়ান্টরা। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ে জেকো-কালহানোগলুরা। আক্রমণ করলেও প্রথমে ভিক্টোরিয়ার গোলকিপারকে তেমন কোন পরীক্ষা নিতে পারেনি ইন্টার মিলান। তবে ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম উল্লাস করে ইন্টার মিলান। সতীর্থের সঙ্গে একবার বল দেয়া নেয়া করে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা বাস্তোনি ক্রস করেন। সেই ক্রস হেড করে জালে জড়ান মিখিতারিয়ান।
আরও পড়ুন: পেনাল্টি মিসের খেসারত দিয়ে পয়েন্ট খোয়াল ম্যানসিটি
এরপর বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। দিমারকোর ক্রস কাজে লাগিয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন জেকো। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে ইন্টার। ম্যাচের ৬৬তম মিনিটে মার্তিনেসের পাসে জেকোর নেয়া শট জালে জড়ালে প্লাজেনের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায় চেক ক্লাবটির।
৮৩তম মিনিটে মার্তিনেসের বদলি নামেন রোমেলু লুকাকু। চার মিনিট পরই কোররেয়ার পাসে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড। তাতে ইন্টারের জয় আর বার্সেলোনার বিদায় নিশ্চিত হয়ে যায় একই সাথে।
আরও পড়ুন: ১৮ ম্যাচ পর হারল রিয়াল মাদ্রিদ
ইন্টারের জয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বার্সেলোনার জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা। এদিকে প্রথম চার ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।
]]>




