বার্সেলোনার ম্যাচে দর্শকের হার্ট অ্যাটাক, জীবন বাঁচাতে ছুটলেন গোলরক্ষক
<![CDATA[
গত ইউরো কাপে ক্রিস্টিয়ান এরিকসেনের সেই ঘটনা এখনো স্মৃতিতে তাজা। ফিনল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন এই ডেনিশ মিডফিল্ডার। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হওয়ায় সে যাত্রায় জীবন বেঁচে যায় তার। শনিবার (১০ সেপ্টেম্বর) ফের ঘটেছে একই রকম ঘটনা। তবে এবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন দর্শক। লা লিগায় বার্সেলোনা বনাম কাদিজ ম্যাচ চলাকালীন ঘটে এই ঘটনা।
লা লিগার ম্যাচে কাদিজের মুখোমুখি হয়েছিল লিগের বর্তমান রানারআপ বার্সেলোনা। নির্ধারিত সময়ের তখন শেষ দশ মিনিটের খেলা চলছে। ফ্রেঙ্কি ডি ইয়ং ও রবার্ট লেভানদোভস্কির গোলে ২-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনা তখন পাচ্ছে জয়ের সুবাস। তখনই হঠাৎ নুয়েভো মিরানদিয়া স্টেডিয়ামে বন্ধ হয়ে গেল খেলা। রেফারি খেলা বন্ধ করতেই সবার দৃষ্টি কাদিজের অর্ধের গ্যালারিতে গোললাইনের পেছনের অংশে। কিছু একটা হয়েছে সেখানে।
কাদিজের বদলি গোলরক্ষক দাভিদ গিল ও মূল গোলরক্ষক লেদেসমাকে দেখা গেল হৃদরোগের চিকিৎসার প্রাথমিক সরঞ্জাম ডিফিব্রিলেটর নিয়ে গ্যালারির সেই অংশে ছুটে যেতে। কাদিজের সমর্থক এক দর্শক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। খেলা বন্ধ হয়ে যাওয়ায় দুদলের খেলোয়াড়রা তখন ফিরে যান ড্রেসিংরুমে।
আরও পড়ুন:লেভানদোভস্কি ম্যাজিকে বড় জয় বার্সেলোনার
এই ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকে। এমনকি শঙ্কা ছিল পুনরায় খেলা শুরু হওয়া নিয়েও।
শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি পুনরায় শুরু হলে বার্সেলোনা আরও দুই গোল দেয় স্বাগতিক কাদিজের জালে। বার্সেলোনা ম্যাচটি জিতে নেয় ৪-০ গোলের বড় ব্যবধানে। আনসু ফাতি ও উসমান দেম্বেলের এই গোল দুটিতেও সহায়তা করে ম্যাচের সবটুকু আলো কেড়ে নেন লেভানদোভস্কি।
তবে সব ছাপিয়ে এদিন মাঠের নায়ক কাদিজের গোলরক্ষক কোনান লেডেসিমা। দুই অর্ধে দারুণ দুটি সেভে বার্সেলোনাকে গোলবঞ্চিত করা এই গোলরক্ষক এদিন সবার মন জয় করে নেন তার মানবিক দৃষ্টান্তের জন্য। গ্যালারিতে সেই সমর্থকের হার্ট অ্যাটাকের বিষয়টি তিনিই প্রথম বুঝতে পারেন। এরপর বদলি গোলরক্ষক গিলকে সঙ্গে নিয়ে দলের সিপিআর কিট (হৃদরোগের প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম) নিয়ে গ্যালারিতে ছুটে যান তিনি।
কাদিজের আরও দুই খেলোয়াড় ইজা আর মারি গ্যালারিতে স্ট্রেচার নিয়ে পৌঁছে যান। এ সময়ে মাঠেই প্রার্থনা করতে থাকেন প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়রাও।
আরও পড়ুন:রিয়াল শিবিরে দুঃসংবাদ
সে সময়ে মেডিকেল টিম গ্যালারিতেই সে দর্শকের প্রাথমিক চিকিৎসা শুরু করে। দেওয়া হয় রক্ত পরিসঞ্চালন সুবিধাও। প্রায় ৩০ মিনিট চিকিৎসা দেওয়ার পর সে দর্শককে নিয়ে যাওয়া হয় মাঠের বাহিরে। এই দৃশ্য দেখে জ্ঞান হারান আরেক দর্শক। তবে তিনি সুস্থ হয়ে ওঠেন দ্রুতই।
শেষ খবর পাওয়া পর্যন্ত হৃদরোগে আক্রান্ত দর্শকের বর্তমান অবস্থা জানা যায়নি। তবে শেষ পর্যন্ত ম্যাচটি শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় বড় জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। ম্যাচ হারলেও মানবিকতার দারুণ দৃষ্টান্ত দেখিয়ে প্রশংসা পেয়েছেন কাদিজের খেলোয়াড়রাও।
]]>