বিনোদন

বার্সেলোনায় যোগ দেয়ায় ক্ষমা চাইলেন গ্রিজমান

<![CDATA[

অনেকটা জোর করেই অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন অ্যান্তইনে গ্রিজমান। ক্লাবের সব চেষ্টা উপেক্ষা করে মাদ্রিদ ছাড়ায় এই ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সমর্থকদের। কিন্তু বার্সেলোনায় ব্যর্থ দুই মৌসুম শেষে গত মৌসুমে ফের অ্যাটলেতিকো মাদ্রিদে ধারে ফেরেন তিনি। আর এ মৌসুমে তাকে স্থায়ীভাবে দলে ফিরিয়েছে ক্লাব। বার্সেলোনা অধ্যায় পুরোপুরি চুকে যাওয়ার পর অ্যাটলেতিকো মাদ্রিদের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন গ্রিজমান।

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর দ্রুতই দলটির সমর্থকদের চোখের মনিতে পরিণত হন গ্রিজমান। তার দারুণ পারফরম্যান্সে দিয়াগো সিমিওনের দল দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে। এ সময়ে ব্যক্তিগতভাবে দুবার তিনি ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা পান। কিন্তু ২০১৯ সালে ক্লাবের ওপর চাপ তৈরি করে তিনি পাড়ি জমান ক্যাম্প ন্যুতে। সে সময় তার রিলিজ ক্লসের ১০ কোটি ইউরো পরিশোধ করে তাকে দলে টেনেছিল বার্সা।

২০১৮ সালেও গ্রিজমানের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ছিল। সে সময়ে দুই ক্লাবের কাছেই সময় চেয়ে নিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি একটি ডকুমেন্টারিতে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এক মৌসুম পরেই ক্লাবকে অবাক করে দিয়ে তিনি বার্সায় যাওয়ার সিদ্ধান্ত জানান।

আরও পড়ুন:অ্যাতলেটিকোতে স্থায়ী হলেন গ্রিজম্যান

বার্সেলোনায় গিয়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি এই ফরাসি। কাতালানদের জার্সিতে ১০২ ম্যাচ খেলে করেন মাত্র ৩৫ গোল।

এরপর গত মৌসুমে বার্সা থেকে ধারে অ্যাটলেতিকোতে ফেরেন তিনি। চুক্তিতে সুযোগ ছিল তাকে স্থায়ীভাবে কেনার। সে সুযোগ কাজে লাগিয়ে গত ১০ অক্টোবর তাকে স্থায়ীভাবে কিনে নেয় মাদ্রিদের দলটি। ২০২৬ সাল পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলবেন তিনি।

বিলবাওয়ের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচে শনিবার (১৫ অক্টোবর) জয়ের পথে একমাত্র গোলটি করেন গ্রিজমান। বিলবাও ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বীকার করেন, বার্সেলোনায় যোগ দিয়ে তিনি মাদ্রিদ সমর্থকদের হতাশ করেছেন।  তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। আমি জানি যে, লোকেরা আমার মুখ থেকে এটি শুনতে চায়: ভক্তদের যে ক্ষতি করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

আরও পড়ুন:রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা

তিনি যোগ করেন, ‘কিন্তু আমি সবচেয়ে বড় ক্ষমা যেভাবে চাইতে চাই তা হল মাঠে, দলের জন্য সবকিছু উজাড় করে দেওয়া এবং সেটা আজকের (ম্যাচের) মতো করে।’

অ্যাটলেতিকো মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ৩০৬ ম্যাচ খেলে ১৪৫টি গোল করেছেন গ্রিজমান।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!