‘বালুখেকো’ সেলিমের জামিন শুনানি আজ
<![CDATA[
৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আজ বুধবার (১২ অক্টোবর) চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের জামিন শুনানি হবে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ শুনানি হবে।
এর আগে ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে একই বিচারকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বালুখেকো হিসেবে পরিচিত সেলিম খান। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য বুধবার (১২ অক্টোবর) ধার্য করেন।
ওইদিন প্রায় দেড় ঘণ্টা আসামিপক্ষ এবং দুদকের পাল্টা বক্তব্য শোনেন আদালত। দুদক আইনজীবী এ সময় সেলিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য জামিন না দিতে অনুরোধ করলেও আসামিপক্ষ বলেন, শুধু এফআইআরের ওপর নির্ভর করে সেলিম খানের জামিন নামঞ্জুর করা যৌক্তিক হবে না।
আরও পড়ুন: ক্যাসিনোকাণ্ডের হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য
গত ১৪ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। পরে তা স্থগিত চেয়ে আবেদন করে দুদক। পরে গত ২১ সেপ্টেম্বর সেলিম খানের জামিন স্থগিত করে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন চেম্বার আদালত।
উল্লেখ্য, সেলিমের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ আগস্ট মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, সেলিম অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম যে সম্পদের বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসংগতি পাওয়া গেছে।
]]>