বায়ার্ন মিউনিখের বিপক্ষে আবারও হারল বার্সেলোনা
বায়ার্ন মিউনিখের মুখোমুখী হয়ে বার্সেলোনা হারবে, এটা বিগত কয়েক বছর ধরে যেন রীতিতে পরিণত হয়েছে। তবে ডাগআউটে জাভির আগমনে সেই রীতিতে পরির্বতন আনায় বিশ্বাসী ছিল বার্সা। কিন্তু ‘হারের রীতি’র ধারাবাহিকতা বজায় থাকল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতেও। এদিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে জার্মান ক্লাবটির বিপক্ষে ২-০ গোলে হেরেছে কাতালানরা।
লুকাস হার্নান্দেজ ও লেরয় সানের গোলে জয়ের মালা পরেছে বায়ার্ন। জার্মানদের দাপটের দিনে রবার্ট লেওয়ানডোভস্কি মিস করেছেন একাধিক সুযোগ, সুযোগ মিস করেছেন বার্সার অন্য খেলোয়াড়রাও।
ম্যাচ ছিল আলিয়াঞ্জ অ্যারেনায়। এ কারণেই বাভারিয়ানদের আত্মবিশ্বাস যে চাঙ্গা ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ম্যাচে তার ছাপ পড়েছে কিঞ্চিৎই। লেভানডোভস্কি ভুল না করলে প্রথমার্ধে বেশ কয়েক গোলে এগিয়ে যেতে পারত বার্সা। গোল করার মোক্ষম সুযোগ তৈরি করেছিল বায়ার্নও। সব পর্যবসিত হওয়ায় স্কোর লাইন গোলশূন্য রেখে বিরতিতে যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলের দেখা পায় জার্মান ক্লাবটি। কিমিখের কর্নার কিকে মাথা ছুঁয়ে জালের দেখা পান লুকাস হার্নান্দেজ। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারি। হার্নান্দেজ গোলটা উযদাপন করেন বার্সার জালের পেছনভাগ দিয়ে দৌড়ে।
বায়ার্নের পরের গোলটা মন ছুঁয়ে যাওয়ার মতো। জুলেস কুন্দে ও মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন লেরয়। এ জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা, পরের স্থানটিতে ইন্টার মিলান।