খেলা

বিআইজেএফের সভাপতি নাজনীন, সাধারণ সম্পাদক সাব্বিন

<![CDATA[

তথ্যপ্রযুক্তি বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিআইজেএফ-এর ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজনীন নাহার (টেক ওয়ার্ল্ড) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাব্বিন হাসান (বার্তা২৪ ডট কম)।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে ভূঁইয়া ইনাম লেলিন (কম্পিউটার বিচিত্রা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজেদুর রহমান (নতুন সময়), কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম শান্ত (বিজ টেক), সাংগঠনিক সম্পাদক পদে আরিফুল ইসলাম আরমান (ঢাকা পোস্ট), প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে আসাদুজ্জামান লিমন (ঢাকা মেইল) এবং নির্বাহী সদস্য পদে এনামুল করিম (ডিজিটাল সময়) ও ইমদাদুল হক (ডিজি বাংলা) নির্বাচিত হয়েছেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর চারটি পদে ভোট হয়। ওই ভোটে সভাপতি পদে নাজনীন নাহার বেগম (টেক ওয়ার্ল্ড) এবং মো. জাকির হাসান (সমকাল) সমানসংখ্যক ২৫টি করে ভোট পেয়েছিলেন। ফলে সভাপতি পদ ছাড়াই বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে বিআইজেএফের নির্বাচন কমিশন। সে সময় সমান ভোট পাওয়া সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি বিলু- সম্পাদক খোরশেদ

বিআইজেএফের নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন আবদুল্লাহ এইচ কাফি। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক এ আর এম মাহমুদ হোসেন ও পল্লব মোহাইমেন। আপিল বোর্ডে ছিলেন সুমন ইসলাম ও আরিফুল হাসান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!