বিআরটি’র উদ্বোধন জুনে: সেতুমন্ত্রী
<![CDATA[
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের মে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) উদ্বোধন করা হবে।
প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ১০০টি নতুন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রোববার (৬ নভেম্বর) গাজীপুরের টঙ্গী উড়াল সেতুর ২ দশমিক ৩ কিলোমিটার মানুষের চলাচলের জন্য দুটি লেনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের ২২ নভেম্বর ভার্চুয়ালি চট্টগ্রামের কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের দুটি টিউবের একটি টিউবের নির্মাণ কাজের সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন।
তিনি বলেন, আড়াই কিলোমিটার দীর্ঘ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পের জন্য আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা, তার মধ্যে ১ হাজার ৪২৫ কোটি টাকা সরকারি কোষাগার থেকে এবং ২ হাজার ৮৪২ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে।
আরও পড়ুন: দেশে ডলারের সংকট নেই, তবে টাকা কিছুটা কমেছে: পরিকল্পনামন্ত্রী
প্রকল্পটি বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বৈশ্বিক পরিবেশ ফ্যাসিলিটির সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মন্জুর হোসাইন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসাইন পাঠান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
]]>




