বিনোদন

বিএনপির কর্মসূচিতে ডান ও বামপন্থী জোটদের গণমিছিল

<![CDATA[

রাজধানীতে বিএনপির যুগপৎ কর্মসূচিতে গণমিছিল করেছে ডান ও বামপন্থী বিভিন্ন রাজনৈতিক জোট। বিএনপির ১১ জানুয়ারির কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে জোটগুলোও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, সরকারের পতন না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ২০ দলীয় জোট থেকে বের হওয়া ১২ দলীয় জোটের নেতাকর্মীরা বিজয়নগরে অবস্থান নিয়ে মিছিল বের করে। গণমিছিলটি পল্টন ও নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয় নগরে গিয়ে শেষ হয়।

কফিন নিয়ে মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিল থেকে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: রাজধানীর রাজপথে সরব ছিল আ. লীগ

একই সময় রাজধানীর কারওয়ান বাজারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হয় এলডিপির মিছিল। বিএনপির কর্মসূচিকে সমর্থন জানিয়ে ১১ জানুয়ারি মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

একই সময়ে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ করে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল।

বিএনপির কর্মসূচিতে একাত্মতা জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালো কাপড় মুখে বেধে বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!