বিএনপির গণঅবস্থানে সতর্ক থাকবে আ. লীগ: কাদের
<![CDATA[
বিএনপির ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির দিন আওয়ামী লীগ সারা দেশে সতর্ক থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির গণঅবস্থান কর্মসূচির কারণে আক্রান্ত হলে ললিপপ খাবে না আওয়ামী লীগ। মার খেয়ে বসে থাকবে না কেউ। সমুচিত জবাব দেয়া হবে। এজন্য প্রশাসন ও দল আছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপির জোট খুব বেশি কাজে দেবে না। কারণ দলগুলো সাইনবোর্ড সর্বস্ব। আগামী নির্বাচনে বা বিএনপির কথিত গণঅভ্যুত্থানে কে নেতৃত্বে দেবে? কারণ তারেক রহমান ও খালেদা জিয়া কনভিকটেড।
আরও পড়ুন: বিএনপির অনেক নেতাই নির্বাচনমুখী: তথ্যমন্ত্রী
সেতুমন্ত্রী বলেন, সময় এক বছর আছে, সময় গড়িয়ে যাবে। অনেক পানি গড়িয়ে যাবে, অনেক পরিবর্তন হবে। পানি ঘোলা করে গতবার নির্বাচন করতে গিয়েছিল ২৩ দল নিয়ে। এবারও ৩৩ দল নিয়ে জোট করছে, তারা কে কোথায় থাকবে সময় বলে দেবে। জিরো+জিরোই হবে।
মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিচার বিভাগ পরাধীন নয়। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও গ্রেফতার রয়েছেন।
ওবায়দুল কাদের জানান, আগামী ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়াতেও প্রতিনিধ দল থাকবে। বঙ্গবন্ধু কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
আরও পড়ুন: ‘নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো অবস্থাতেই নির্বাচনে যাবে না বিএনপি’
তিনি আরও বলেন, ‘সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ধানমন্ডিতে আসছেন, বসছেন। তাকে দলের প্রয়োজন রয়েছে। ওনাকে কোন দায়িত্ব দেয়া হবে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি।’
]]>




