খেলা

বিএনপির তলা ফেটে গেছে: খালিদ মাহমুদ

<![CDATA[

সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরি হচ্ছে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সমুদ্রের সুনীল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিণত করবে।

তিনি বলেন, একটা সময় সমুদ্রে আমাদের কোনো অধিকার ছিল না। সমুদ্র যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের আয়োজনে চরমোন্তাজ মানতা পল্লী মাঠে চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।  

এ সময় তিনি বলেন, দেশের এত উন্নয়নের পরেও মির্জা ফখরুল বলতেছে দেশ নাকি তলানির ঝুড়িতে পরিণত হয়েছে। দেশ যদি তলানির ঝুড়িতে পরিণত হয়ে যায়, তাহলে বাংলার মানুষ আজকে যে খেয়ে পরে আছে, তারা কি খেয়ে পরে থাকতে পারতো? এত উন্নয়ন কি হতো? আসলে দেশ ঠিক আছে। বিএনপির তলা ফেটে গেছে। কারণ তারা এত অন্যায় করেছে, এত হত্যাকাণ্ড করেছে, এত মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণে তারা নির্বাচনে আসতে ভয় পায়।

আরও পড়ুন: গণমানুষের ঢলই প্রমাণ করে দেশবাসী সরকারের প্রতি আস্থাশীল: কাদের

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে শামসুদ্দিন আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম প্যাদা, সাধারণ সম্পাদক রাসেল খান প্রমুখ। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!