বিএনপির সাবেক এমপি মসিউর রহমান আর নেই
<![CDATA[
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান আর নেই।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মসিউর রহমানের পরিবারের সবাই ঢাকায় থাকেন। তিনি একাই ঝিনাইদহের বাসায় থাকতেন। সকালে তিনি তার ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে জানান। ড্রাইভারসহ অন্যরা এসে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মসিউর রহমানকে বিছানায় পড়ে থাকতে দেখতে পান। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল তাকে মৃত্যু ঘেষণা করেন।
আরও পড়ুন: সাবেক সচিব সাবহি উদ্দিন আহমেদ আর নেই
তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
মসিউর রহমান ঝিনাইদহ-২ আসনে চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সবশেষ ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও তিনি দীর্ঘ ৩০ বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
এদিকে, তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ গভীর শোকপ্রকাশ করেছেন।
]]>