বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
<![CDATA[
খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাত ১৫০ থেকে ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা রেলওয়ে থানায় রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
খুলনা রেলওয়ে খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার রবিউল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: খুলনা রেলস্টেশনে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলা
উল্লেখ্য, শনিবার দুপুর ১২টার দিকে রেলস্টেশনে সামনে পুলিশের বসার স্থানে বিএনপির নেতাকর্মীরা বসে ছিল। এ সময় পুলিশ তাদের উঠে যেতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে রেলওয়ে স্টেশনের দরজার জানালার বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়।
]]>




