বিনোদন

বিএনপি অন্ধকারে রেখেছিল, এখন শতভাগ বিদ্যুতায়ন হয়েছে: আইনমন্ত্রী

<![CDATA[

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আজকে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বিএনপি ২৬ বছর আমাদের অন্ধকারে রেখেছিল। আবারও অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র যেন না করতে পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর ও গৃহপ্রবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ তুলেধরে তিনি বলেন, সারাবিশ্বে একটা হাহাকার পড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা হাহাকারে পড়তে চাই না। আমাদের যখন মাটি আছে আমাদের হাত আছে আমরা ফসল ফলাতে পারব এবং সেই ফসল আমরা খাব। আমরা কারও ওপর নির্ভরশীল হব না।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেন, আমরা নাকি নাকি দেশ ধ্বংস করে ফেলেছি। গরিবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আসল কথা হলো বিএনপি জনগণের সেবা করা পছন্দ করে না। তারা জনগণের নামে ভিক্ষা এনে লুটপাট করতে চায়।

আরও পড়ুন: মির্জা ফখরুলের বুকে বড় জ্বালা: কাদের

আনিসুল হক বলেন, বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছেন। পাঁচ বছর জন্য শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছেন। তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন। পাঁচ বছর পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবেন।

অনুষ্ঠানে মোট ৪০৩ জন গৃহহীনের মাঝে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জানানো হয় কসবার মনকশাইর এলাকার এ প্রকল্পটি দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প। এখানে বিদ্যালয় ও পার্ক হবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আইমন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!