বিএনপি ক্ষমতায় এলে এককক্ষ বিশিষ্ট সংসদ থাকবে না: রুমিন ফারহানা
<![CDATA[
বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এককক্ষ বিশিষ্ট সংসদ থাকবে না, দুইকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর একটি হোটেলের কনফারেন্স রুমে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, সরকারের এত অত্যাচারের পরও জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে আছে। প্রতিটি প্রোগ্রামে লোকে লোকারণ্য হচ্ছে। পুলিশ সরিয়ে দিলে আওয়ামী লীগ কতক্ষণ রাজপথে থাকতে পারবে সেটি বড় প্রশ্ন।
আরও পড়ুন: ‘আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না’
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করতে হয় বিএনপিকে। এটিই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে বিনপির নেতাকর্মীসহ, সুশিক্ষিত সমাজ, শিক্ষক সমাজ, ডাক্তার, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
]]>