Feni (ফেনী)ছাগলনাইয়া

বিএনপি তালেবানী সরকার গঠনের পায়তারা করছে-জাসদ সেক্রেটারি শিরীন আখতার এমপি

ছাগলনাইয়া প্রতিনিধি->>

বিএনপি তালেবানী সরকার গঠনের পায়তারা করছে। তাদের এ তৎপরতা বিনষ্ট করতে হবে। আমরাও গণতন্ত্র চাই, তবে গণতন্ত্রের নামে অস্বাভাবিক সরকার গঠনের কোন উপায় নেই। দেশে আর তত্বাবধায়ক সরবার হওয়ার কোন ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে ও মশাল মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ শিরিন আখতার।

শিরিন আক্তার বলেন, বর্তমান সরকার ১৪ বছরে অনেক উন্নয়ন করেছে।আমরা কষ্টে আছি ঠিক, তবে ইউরুপ-আমেরিকার মতো কষ্টে নেই। দেশে বাজার সিন্ডকেট ধ্বংস করতে হবে। উন্নয়ন যারা বাধাগ্রস্থ তাদের হাত গুড়িয়ে দিতে হবে। দেশে আর আগুন সন্ত্রাস আর হতে দেয়া যাবে না।

ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন।

উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত করতে হবে। বৈষম্যের অবসান করতে হবে। সুশাসন ও সমাজতন্ত্রের পথ ধরতে হবে। জ্বালানী তেল, সার, নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম কমাতে হবে।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য মশাল শোভাযাত্রা ছাগলনাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!